চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আইনজীবী আলিফ হত্যা: বটি হাতে থাকা সেই যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৫ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম আদালতের মূল ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের নিচে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বটি হাতে থাকা সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম রিপন দাস (২৭)। তিনি নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার মৃদুল দাসের ছেলে। তিনি পেশায় ফার্মেসির কর্মচারী। 

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, গ্রেপ্তার রিপনকে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে নীল রঙের গেঞ্জি হাতে বটি নিয়ে দেখা গেছে। তবে তিনি হত্যা মামলার এজাহারনামীয় আসামি নন। তবে রিপন ওই হত্যাকাণ্ডের তদন্তে প্রাপ্ত আসামি। এ পর্যন্ত আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট