চট্টগ্রাম রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পুলিশের অভিযান টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক

৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন পুলিশি অভিযানের টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেছে। বুধবার (৫ ডিসেম্বর) রাতে অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রোল পাম্পের পেছনের একটি ভবনে সাজ্জাদকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।

 

জানা যায়, জোড়া খুনসহ ১০ মামলার আসামি সাজ্জাদ হোসেনকে পুলিশ গতকাল রাতে অক্সিজেন এলাকা একটি বাসায় অভিযানে যায়। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে পার্শ্ববর্তী একটি ভবনে লাফ দিয়ে পালিয়ে যান সাজ্জাদ। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এ ঘটনায় দুই পুলিশসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গোলাগুলির ঘটনার পর পুলিশের সোয়াট দল আসে ঘটনাস্থলে। কিন্তু সাজ্জাদকে পাওয়া যায়নি। পরে ওই বাসা থেকে সাজ্জাদের স্ত্রী তামান্না বেগম, দুই যুবকসহ তিনজনকে আটক করা হয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইস উদ্দিন বলেন, সাজ্জাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজ্জাদ গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে ৬ রাউন্ড গুলি করা হয়। এ ঘটনায় দুই পুলিশসহ ৪ জন আহত হয়েছেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। চান্দগাঁও, বায়েজিদ বোস্তামীসহ নগরীর বিভিন্ন এলাকায় সাজ্জাদ প্রভাব খাটিয়ে চাঁদা আদায় করেন। গত ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসে সে জামিনে বেরিয়ে আসেন।

 

গত ২৯ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামি ও হাটহাজারী থানার সীমান্তবর্তী অক্সিজেন-কুয়াইশ সড়কে গুলি করে মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮) নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের হওয়া দুই হত্যা মামলায় সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট