চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

বিদ্যুৎ বিভাগের কর্মীকে অপহরণ, বায়েজিদে গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

৯ জুলাই, ২০২৪ | ১১:৪৮ অপরাহ্ণ

ফিরোজ আহম্মেদ নামের বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে অপহরণের দায়ে বায়েজিদে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৮ জুলাই)  রাতে পাহাড়িকা আবাসিক ও রৌফাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সৈয়দুল করিমকে (২৬) ও মো. আরমান আলী রাজ (২৬)।

বিয়ষটি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি জানান টেক্সটাইল মোড়  উত্তর পাশে সিএনজি স্টেশনের সামনে থেকে অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী ভিকটিম ফিরোজকে ভয় দেখিয়ে জোরপূর্বক অটোরিকশায় তুলে বায়েজিদ থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে নিয়ে যায়। উক্ত স্থানে নিয়ে আসামিরা ভিকটিমের কাছ থেকে মোবাইল ও নগদ ১৮ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।পরে  ভিকটিমের নিকট থেকে আরও ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ও তাকে মারধর করে। ভিকটিম তার পরিবার ও বন্ধুদের নিকট থেকে আসামিদেরকে বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা এনে দেয় এবং ভিকটিমের নিকট থাকা বিকাশ একাউন্ট ও ডেবিট কার্ড থেকে মোট ১১ হাজার ২০০ টাকা ট্রান্সফার করে নিয়ে তাকে ছেড়ে দেয়। ভিকটিম থানায় এসে অভিযোগ দেয়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট