চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সিএমপির এডিসি ও তার স্ত্রীর ১১ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

৯ জুলাই, ২০২৪ | ১২:৪০ অপরাহ্ণ

দুদকের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম) মোহাম্মদ কামরুল হাসান এবং তার স্ত্রী সায়মা বেগমের ১১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার ৯১৯ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

 

আজ মঙ্গলবার (৯ জুলাই) মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

 

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে দুদক অনুসন্ধান করে কাগজ-কলমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামরুল হাসানের নামে ৯ কোটি ৮৬ লাখ টাকা এবং স্ত্রী সায়মা বেগমের নামে ১ কোটি ৬২ হাজার টাকার অবৈধ সম্পদ পায়। বাস্তবে তাদের সম্পদের বর্তমান বাজারমূল্য ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাকরিরত অবস্থায় ঘুষ গ্রহণ, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট