চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

জনবান্ধব উন্নয়নের মাধ্যমে সিডিএকে এগিয়ে নিতে চাই : মো. ইউনুস

অনলাইন ডেস্ক

১৫ মে, ২০২৪ | ৬:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস বলেছেন, ‘মাঠের কর্মীদের মূল্যায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা রেখেছে। সেই আস্থার যোগ্য সম্মান দিতে জনবান্ধব ও গনসম্পৃক্ত উন্নয়নের মাধ্যমে সিডিএকে এগিয়ে নেয়ার জন্য কাজ করবো। এই জন্য মুজিবাদর্শের সকল নেতা কর্মীকেই চট্টগ্রামকে বাস যোগ্য নগরী হিসেবে গড়তে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

 

বুধবার দুপুরে চউক মিলনায়তনে নগরীর বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকের আহম্মদ খোকন, পতেঙ্গা থানা আওয়ামীলীগ নেতা সেকান্দার আজম, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুৃফিউর রহমানর টিপু, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিকী, মো. লোকমান, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, সাজাদ আলী জুয়েল, কাজী মো. আরিফ, মো. এমরান, কে এম শরীফ, সারোয়ার হোসেন, মো. সাজিবুল ইসলাম সজিব, ইয়াছিন আরাফাত, রমজান আলী, আবু নাছের জুয়েল, মো. মনির তানভীর বিন হাসান, মো. বশির, জিৎকর বাবু, মো. আরমান, অপু সরকার, সৌরেন বড়ুয়া রিও, বিনয় কুমার দে,পলাশ চক্রবর্তী, রুবি আক্তার প্রমুখ।

 

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট