চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

নতুন কাস্টমস আইন-২০২৩ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

১৪ মে, ২০২৪ | ১১:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স এসোসিয়েশন (বাফা) ও চট্টগ্রাম কাস্টম হাউসের যৌথ উদ্যোগে নতুন কাস্টমস আইন-২০২৩ এর প্রয়োগবিধি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার (১৪ মে) নগরীর আগ্রাবাদের পার্ল হারবার বিজনেস হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. তারেক হাসান ও যুগ্ম কমিশনার বন্ড কমিশনারেট তপন চন্দ দে কর্মশালা পরিচালনা করেন। এতে আড়াই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় বাফা’র সদস্যদের নতুন কাস্টমস আইনের প্রয়োগবিধি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। বিভিন্ন শুল্ক স্টেশনের কার্যক্রম নিয়ে তথ্য প্রদান এবং উপস্থিত সদস্যদের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।

 

কর্মশালায় বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি অমিয় শংকর বর্মণ, সহ সভাপতি খায়রুল আলম সুজন, পরিচালক (বন্দর ও কাস্টম) এস.এম. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ) আলমগীর হোসেন, পরিচালক (মানবসম্পদ) দোলন বড়ুয়া, পরিচালক (নিরীক্ষা) মো. শাহ আলম প্রমুখ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট