চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পানিতে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

১৩ মে, ২০২৪ | ১১:৫৬ অপরাহ্ণ

 

নগরীর ইপিজেড এলাকায় পানিতে ডুবে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) বিকেল ৪টার দিকে দক্ষিণ হালিশহরের মুন্সী পুকুরে এ ঘটনা ঘটে।

 

মো. সামিদুল নামের এই শিশু দৌলত মালুম বাড়ির মো. শাহজাহানের কনিষ্ঠ পুত্র।

 

স্থানীয়রা জানান, শিশুটি খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় । পরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। এক পর্যায়ে মুন্সি পুকুরে সামিদুলকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তখন তাকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট