চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৪ | ৩:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে ১ হাজার ৯২০ কাট সিগারেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লার মুরাদনগর থানার কেয়টগ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আমিরুল ইসলাম (৩২), মো. হারুনুর রশিদের ছেলে মো. আবু মুছা (২৬) ও কোতোয়ালী থানাধীন ঝাউতলার মো. আজম (২২)।

 

রবিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রিয়াজ উদ্দিন বাজারের তিনপুলের মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম। তিনি জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ১ হাজার ২০০ কাট সিলবার ও গোল্ড ফ্লেভারের ওরিস সিগারেট, ৭২০ কাট মালবোরো গোল্ড সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক মূল্য ২১ লাখ ১২ হাজার টাকা। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি ভ্যানগাড়িও জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট