আবুল খায়ের গ্রুপের গোডাউন থেকে চুরি হওয়া ২৭ লাখ টাকার মালামালসহ মো. সাজ্জাদ হোসেন দুলাল (২৮) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। শনিবার দিবাগত (১০ ফেব্রুয়ারি) রাতে নগরীর অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেয়ামত উল্লাহ পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন দুলাল হাটহাজারী পৌরসভার ১১ মাইল সুধানগর গ্রামের মৃত মো. সিদ্দিকুর রহমান সিদ্দিকের ছেলে।
ওসি নেয়ামত উল্লাহ বলেন, গত শুক্রবার সন্ধ্যায় খুলশী এলাকার আবুল খায়ের গ্রুপের গোডাউন থেকে ২৫ কেজির ২৪১ বস্তা গুঁড়ো দুধ চুরি হলে প্রযুক্তির সহায়তায় আসামিকে চিহ্নিত করা হয়। পরে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ফটিকছড়ি থানার নানুপুর বাজার এলাকার একটি গোডাউনের ভেতর থেকে গুঁড়োদুধগুলো একটি কাভার্ডভ্যান ভর্তি অবস্থায় উদ্ধার করা হয় ।
পূর্বকোণ/আরআর/পারভেজ