চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি ফলমন্ডি এলাকা থেকে মো. ওমর ফারুক (১১) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
ওমর ফারুক ঢাকার আবদুল্লাপুর এলাকার ছোবাহান খানের ছেলে। বর্তমানে শিশুটি তার পরিবারের সাথে নগরীর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী এলাকায় থাকে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) শিশুটিকে উদ্ধার করা হয়।
বিয়ষটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দিুল হক। তিনি জানান, বিআরটিসি ফলমন্ডি এলাকায় কান্নাকাটি করছিল মো. ওমর ফারুক (১১) নামে এক পথশিশু। শিশুটির কান্না দেখে এক ব্যক্তি তাকে থানায় নিয়ে যায়। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ নিয়ে শিশুটিকে তার পিতার কাছে তুলে দেওয়া হয়।
পূর্বকোণ/পিআর/এসি