চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সর্বশেষ:

রমজানের আগে মজুতদারদের বিরুদ্ধে সোচ্চার থাকার ঘোষণা সুজনের

বিজ্ঞপ্তি

৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:১১ অপরাহ্ণ

রমজানকে কেন্দ্র করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে নাগরিক উদ্যোগ রাজপথে থাকবে বলে অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন।

 

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তর কাট্টলীর তাঁর নিজ বাসভবনে নাগরিক উদ্যোগের এক সভায় উক্ত আহ্বান জানান সুজন।

 

সুজন বলেন, আসন্ন রমজানকে কেন্দ্র করে এখন থেকেই ভেজাল পণ্যের মজুদ এবং ভেজাল খাদ্য উৎপাদনে সক্রিয় হয়েছে একটি শক্তিশালী চক্র। তারা নগরীর বাহিরে বিভিন্ন এলাকায় বাসাভাড়া নিয়ে তাদের ভেজাল খাদ্য উৎপাদন এবং বিপণনের প্রস্তুতি শুরু করেছে। এসব ভেজাল খাদ্য উৎপাদন এবং বিপণনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া ভেজাল খাদ্য উৎপাদনের খবর পেলে সাথে সাথে স্থানীয় আইনশৃংখলা বাহিনীকে জানানোর অনুরোধ জানান সুজন। পাশাপাশি আসন্ন রমজানে ভেজাল খাদ্য উৎপাদন, বিপণন এবং মজুতদারদের বিরুদ্ধে সোচ্চার থাকারও ঘোষণা দেন তিনি।

 

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর ফলে সাধারণ ক্রেতাগণ উপকৃত হবেন বলে মনে করেন তিনি। সরকারের এ প্রচেষ্টাকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তিনি। পাশাপাশি সারাবছর দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য প্রতিটি জেলায় জেলায় ক্রেতা সাধারণ, ব্যবসায়ী এবং সরকারি সংস্থার সমন্বয়ে একটি শক্তিশালী বাজার মনিটরিং কমিটি গঠনের অনুরোধ জানান।

 

নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ এবং সদস্য সচিব হাজী মো. হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছালেহ আহমদ জঙ্গী, নুরুল কবির, শিশির কান্তি বল, মোরশেদ আলম, জমির উদ্দিন মাসুদ, মো. শাহজাহান, জাহাঙ্গীর আলম, সমীর মহাজন লিটন, মো. ওয়াসিম, শহীদুল আলম লিটন, রকিবুল আলম সাজ্জী, মহানগর ছাত্রলীগের সভাপতি এম. ইমরান আহমেদ ইমু, সাজ্জাদ হাসান মনু, মনিরুল হক মুন্না, তৌহিদুল ইসলাম, ফরহাদ বিন জামাল শুভ, নুর নবী মারুফ, আনন্দ আচার্য্য, হাসানুজ্জামান চৌধুরী তানিম, অসিত দেব হৃদয়, ফারহানা শারমিন রশনী প্রমুখ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট