আকদের ২ দিনের মাথায় বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন রায়হান
‘হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো; দেখো না কেউ হাসি শেষে নীরবতা’ নিজের ফেসবুক একাউন্টে আপডেট প্রোফাইল ছবির সর্বশেষ এই লেখা লিখেছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী রায়হান উদ্দিন নওশাদ (৩০)।
গত শুক্রবার তার আকদ হয়েছিল। তার দুদিন পর আজ রবিবার সন্ধ্যায় সীতাকুণ্ড থানাধীন ডিসি পার্কের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রায়হান। রায়হান অকাল মৃত্যুতে তার পরিবার পরিজন ও বন্ধুমহলে নেমেছে শোকের ছায়া।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ড থানাধীন ডিসি পার্কের সামনে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় রায়হান নামের এক যুবককে স্থানীয়রা চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ