চট্টগ্রাম শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে ফেন্সিডিল ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ৩:৩৯ অপরাহ্ণ

বিপুল পরিমাণ ফেন্সিডিল-বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় মাদকপরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

শনিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- মো. সাইফুল ইসলাম প্রকাশ পিচ্চি সোহেল (৩২), মো. শহীদুল ইসলাম (২৪), মো. সুজা উদ্দীন (২৪) ও মো. হাবিবুর রহমান (৩৭)।

 

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে সাগরপথে মিয়ানমার থেকে আমদানি নিষিদ্ধ বিয়ার সংগ্রহ করে সেগুলো পাইকারি ও খুচরায় বিক্রয় করে আসছে। চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট