চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২৪ | ৫:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাক আহমদ (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোস্তাক উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকার ছালেহ আহমদের ছেলে।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জুঁইদন্ডী চৌমুহনী বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে,জুঁইদন্ডী চৌমুহনী বাজারের একটি মার্কেটের পশ্চিমে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাক। তবে কি কাজে সেখানে মোস্তাক গিয়েছিলেন তা কেউ বলতে পারছেন না। পরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট