চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে মডেল মসজিদের স্থান পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা

হাটহাজারী সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২৪ | ২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মডেল মসজিদ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তিনি স্থানগুলো পরিদর্শন করেন।

 

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রাঙামাটি যাওয়ার পথে হাটহাজারী উপজেলায় মডেল মসজিদ নির্মাণের জন্য সম্ভাব্য তিনটি স্থান (পৌরসভার জারোয়ার দিঘির পাড়, ফটিকার কড়িয়ার দিঘির পাড় ও ভানজইন বিল) পরিদর্শন করেন।

 

এ সময় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর নাহার শারমিন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার সহযোগী পরিচালক মুফতি জসিম উদ্দিন, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট