চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মো. শহীদ নামের এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে বিদেশি জি-৩ রাইফেল, ম্যাগজিন ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটকের পর সকাল ১১টায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশন মিলনায়তনে অভিযানের বিষয়ে ব্রিফিং করা হয়।এসময় স্টেশন কমান্ডার লে. কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ জানান, মো. শহিদ দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের ডাকাত দলকে সরবরাহ করে আসছিল। বিষয়টি জানতে পেরে তার বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ি তল্লাশি চালিয়ে ১টি জি-৩ রাইফেল ও ম্যাগাজিন ৮ রাউন্ডস তাজা গোলা এবং ১ টি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়। আটক যুবক ও জব্দ করা অস্ত্র-গোলাবারুদ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট