চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, ৩ পুলিশ আহত

পটিয়া সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে অটোরিকশায় থাকা তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট কসাইখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, পটিয়া থানার উপ-পরিদর্শক মো. খায়ের উদ্দিন ভূঁইয়া (৩৪), জুয়েল সরকার (৩২) ও তোয়াই চাক নয়ন (৩৩)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় চট্টগ্রাম নগর থেকে সিএনজি অটোরিকশা যোগে পটিয়া ফিরছিলেন পুলিশের তিন সদস্য। পথিমধ্যে সিএনজি অটোরিকশাটি শান্তিরহাট কসাইখানা এলাকায় পৌঁছলে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা তিনজন আহত হন।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে তাদের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট