চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলী ডেইরি ফার্মারস ফোরামের নতুন কমিটি গঠন

বিজ্ঞপ্তি

৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডেইরি খামারিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কর্ণফুলী ডেইরি ফার্মারস ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ ইকবালকে সভাপতি, নঈম মোহাম্মদ ওবাইদুল্লাহকে সেক্রেটারি এবং জিয়াউর রহমানকে অর্থ সম্পাদক করা হয়েছে।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) কর্ণফুলী উপজেলার ফকিরনির হাট এলাকায় ফার্মারসদের নিয়ে আয়োজিত সমাবেশে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইকবাল এবং প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মনিরুল আফছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর, ইলিয়াছ মেম্বার, জিয়াউর রহমান, মো. আক্কাছ, মাওলানা মুসা প্রমুখ।

 

সভাশেষে ১৪০ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এ সময় খামারিদের সুযোগ-সুবিধা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন খামারিরা।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট