চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ওমরাহ যাত্রীবেশে পালানোর সময় ইয়াবা বদির ক্যাশিয়ার গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৫৫ অপরাহ্ণ

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির মাদক ব্যবসার ক্যাশিয়ার ইয়াবা গডফাদার সালাউদ্দিন দেশ থেকে পলায়নকালে সিলেট বিমানবন্দরে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার র‍্যাব-১৫।

গ্রেপ্তার সালাউদ্দিন রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাফর আলম প্রকাশ জাফর ড্রাইভারের ছেলে ও রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

জানা যায়, ৫ আগস্ট সাবেক শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট উখিয়া সদর-স্টেশনে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়। এই অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য অপসারিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সালাউদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের ৩১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ২১ আগস্ট রাতে ১০০-১৫০ জনের (অজ্ঞাতসহ) বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন রাজাপালং ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম।

গত ২৪ আগস্ট সালাউদ্দিনসহ ১৭ জনের বিরুদ্ধে আরেকটি মামলা উখিয়া থানায় রুজু করেন উখিয়ার রাজাপালং গ্রামের মৃত সফর মুল্লুকের ছেলে শাহ আলম।

এদিকে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে সারাদেশের ন্যায় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য অপসারিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সালাউদ্দিনসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অধিকাংশ নেতা-কর্মী গ্রেপ্তার-আতঙ্কে গা ঢাকা দিয়েছেন।

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট