চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

হালদা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাউজান সংবাদদাতা

২০ এপ্রিল, ২০২৪ | ১০:২২ অপরাহ্ণ

হালদা নদীর রাউজান অংশ থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২০ এপ্রিল) সকালে নদীর রাউজান অংশের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন খোন্দকার পাড়া পয়েন্ট থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ শনিবার সকাল সাড়ে ১০টায় লুঙ্গি ও শার্ট পরিহিত অবস্থায় ৪০-৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা যুবককে হালদা নদীর জোয়ারের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উঠিয়ে সুরতহাল রিপোর্ট করে। এরপর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

 

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ফিঙ্গার প্রিন্ট নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইকরণের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। একই সঙ্গে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হবে।

 

স্থানীয়রা জানায়, লাশটি প্রথমে কর্ণফুলীতে ভাসছিল। পরে ভাসতে ভাসতে হালদা নদীতে এসে যায়।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট