চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীর বৌদ্ধ বিহারে ডাকাতির ঘটনায় মামলা

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২১ জানুয়ারি, ২০২৪ | ৩:৪৬ অপরাহ্ণ

বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে বৌদ্ধ বিহারে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করেছেন বিহার অধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু।

তিনি গতকাল শনিবার রাতে বাদী অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানা এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে গত ১৯ জানুয়ারি রাতের ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে শীলপ্রিয় ভিক্ষু জানান, বিহারের লোকজনকে অস্ত্র মুখে জিম্মি করে ইয়াবা তল্লাশির নামে দানবাক্সের টাকা, আলমিরায় রক্ষিত বিহার উন্নয়নের নগদ ৬০ হাজার টাকা, দুই বৌদ্ধ ভিক্ষুর মোবাইল ও দানীয় এক ভরি ওজনের স্বর্ণ এবং বিহারের একটি আইপিএস ব্যাটারী নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের শনাক্ত করার পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট