চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে আগুনে পুড়ল গ্যারেজ ও দুইটি বসতঘর

বাঁশখালী সংবাদদাতা

১৫ জানুয়ারি, ২০২৪ | ৫:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় একটি গ্যারেজ ও দুটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সোয়া চারটায় ৫ নম্বর ওয়ার্ডের বাহার উল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

 

জানা গেছে, নজরুল ইসলাম ও আনসারুল ইসলামের বসতঘরে আগুন লাগে। এরপর বাড়ির সাথে লাগানো গ্যারেজে আগুন লাগে। আগুনে পুরো বাড়ি ও গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে।

 

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আজাদুল ইসলাম বলেন, বিকেলে আগুনের খবর পেয়ে একটি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

স্থানীয় কাউন্সিলর মো. ইসহাক বলেন, আগুনে বাড়ি ও গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট