চট্টগ্রামের সীতাকুণ্ডের পোর্ট লিংক কন্টেইনার ডিপোতে কন্টেইনার কালমারের চাকায় পিষ্ট হয়ে মো. সালাউদ্দীন (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সালাউদ্দীন (৫২) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার শীধরপুরের হাবীবুল্লাহ’র ছেলে।
সোমবার (১৫ জানুয়ারি) ভোরে ভানুবাজারে কন্টেইনার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, পোর্টলিংক কন্টেইনার ডিপোর ভেতর কন্টেইনার কালমারের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/পিআর/এসি