চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

১ জুলাই, ২০২৫ | ১:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শিহাব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (৩০ জুন) রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটগড় বিওসির মোড় এলাকায় নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শিহাব ওই এলাকার মো. রমজান আলীর ছেলে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোমবার (৩০ জুন) গ্রেপ্তারের একই রাতে ধর্ষককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

 

জানা যায়, বিগত দেড় বছর আগে গ্রেপ্তার হওয়া শহিদের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সূত্রে উভয়ে বিভিন্ন স্থানে বেড়াতে যায় এবং শারীরিক সম্পর্কে জড়ায়। গত রবিবার (২৯ জুন) ওই কিশোরীর মাসহ পরিবারের সকল সদস্যরা নানার বাড়িতে বেড়াতে গেলে রাতে সুযোগ বুঝে কিশোরীর ঘরে ঢুকে পূর্বের ন্যায় শারীরিক সম্পর্কে লিপ্ত হন শিহাব। পরে কিশোরী তাকে প্রলোভন না করে বিয়ের জন্য চাপ দিলে শিহাব বিয়ে করবে না বলে ঘর ত্যাগ করে চলে যায়। বিষয়টি মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর থানায় মামলা করার সিদ্ধান্ত নেন কিশোরীর মা।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শিহাব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে শিহাবকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন