চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি

চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৫ | ৩:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২৯টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।

বৃহস্পতিবার (১৯ জুন) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে বুধবারও ৬ জনের করোনা শনাক্ত হয়।

 

প্রতিষ্ঠানটির করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, নগরের ৮টি ল্যাব নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরন ডায়াগণস্টিক সেন্টারে ২ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১ জন এবং এভারকেয়ার হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

মোট করোনা আক্রান্ত ৫০ জনের মধ্যে ৪৩ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা এবং বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত করোনায় একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।

 

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট