দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব মো. নাসির উদ্দিনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, পূর্ববর্তী বিভিন্ন সময় দলবিরোধী কর্মকাণ্ড ও সিনিয়র নেতাদের সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর প্রচারণায় লিপ্ত থাকার প্রমাণ পাওয়ায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
চিঠিতে আরও বলা হয়, পূর্বে লিখিতভাবে সতর্ক করা সত্ত্বেও সংগঠনবিরোধী কার্যক্রম ও অপপ্রচারের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব পদ থেকে মো. নাসির উদ্দিনকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে মো. নাসির উদ্দিন জানান, ফেসবুকে একটি চিটি আমি দেখেছি, তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলতে পারছিনা।
পূর্বকোণ/ইবনুর