চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৫ | ১২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামে তিনটি পৃথক অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শনিবার (১৬ জুন) নগরীর বন্দর থানা এলাকা, বায়েজিদ বোস্তামী থানা এলাকা এবং রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জামাল উদ্দিন (৪০), নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আরেক আসামি মো. সজিব (৩৮) ও বিশেষ ক্ষমতা আইনের ওয়ারেন্টভুক্ত আসামি মো. লিয়াকত আলী প্রকাশ লস্কর (৩৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জামাল উদ্দিন নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

অপরদিকে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সজিবকে ও রাঙ্গুনিয়া থানার কর্ণফুলী জুট মিল এলাকায় বিশেষ ক্ষমতা আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. লিয়াকত আলী লস্করকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন