চট্টগ্রাম বুধবার, ২৫ জুন, ২০২৫

শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরীর ৮৪তম আবির্ভাব উৎসব বৃহস্পতিবার

বিজ্ঞপ্তি

১০ জুন, ২০২৫ | ১:৪৫ অপরাহ্ণ

শিব কল্পতরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের কৃপাধন্য কৃতি সন্তান শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের ৮৪তম শুভ আবির্ভাব তিথি উৎসব আগামীকাল ১২ জুন (বৃহস্পতিবার) বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে।

শ্রী গুরু সংঘের আয়োজনে ও ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- পশ্চাঙ্গ সস্ত্ব্যায়ন, সপ্তসতী তুলসীদান, গুরুপূজা, সমবেত প্রার্থনা, সহস্র কন্ঠে গীতাপাঠ ও শিশু উৎসব। সমগ্র অনুষ্ঠানে পৌরহিত্যে করবেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট