চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ জুন, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজার সৈকতে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

৯ জুন, ২০২৫ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ঈদের লম্বা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন কয়েকজন বন্ধু। তাদের মধ্য থেকে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হওয়া সেই পর্যটক মোহাম্মদ রাজীবের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

দীর্ঘ ৭ ঘণ্টা তল্লাশির পর রবিবার (৮ জুন) দিবাগত রাত ১২টার পর ‘কবিতা চত্বর’ পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।

জানা গেছে, নিহত রাজীব চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার এলাকার বাসিন্দা। তিনি বন্ধুদের সাথে ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। রবিবার (৮ জুন) বিকেলে পাঁচ বন্ধু মিলে সৈকতে গোসলে নামেন। গোসলের এক পর্যায়ে তাদের একজন বিপদে পড়েন। বন্ধুকে বাঁচাতে রাজীব সাহসিকতার সঙ্গে এগিয়ে যান। তিনি তার বন্ধুকে রক্ষা করতে পারলেও, নিজে সাগরের প্রবল স্রোতে ভেসে যান।

 

রাজীব নিখোঁজ হওয়ার পর থেকেই সৈকতে নেমে আসে উৎকণ্ঠা। লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশের সহায়তায় তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে ৭ ঘণ্টা পর গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

রাজীবের নিকটাত্মীয় কাজী হান্নান আহমেদ উৎস সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজীবের মরদেহের পরিচয় শনাক্ত করেছেন। তিনি জানান, তার চাচাতো বোনের স্বামী রাজীব চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি দোকানে গ্রাফিক্স ডিজাইনারের কাজ করতেন।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাজীবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ঈদের ছুটিতে আনন্দঘন পরিবেশে এমন মর্মান্তিক ঘটনা পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। উত্তাল সমুদ্রে গোসলে নামার ক্ষেত্রে আরও সতর্কতামূলক ব্যবস্থা এবং পর্যটকদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট