চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল। দেশের প্রথম মনোরেল নির্মাণে রোববার (১ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং জার্মান-মিশরের যৌথ উদ্যোগে গঠিত ওরাসকম গ্রুপ ও আরব কন্ট্রাক্টর গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে।
দুপুরে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে মেয়র ডা. শাহাদাৎ হোসেন এবং অর্থায়নকারী দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এতে স্বাক্ষর করেন।
চট্টগ্রাম নগরের যানজট নিরসন এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থার লক্ষ্যেই এই মনোরেল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শিগগির শুরু করা হবে। ফিজিবিলিটি স্টাডির ভিত্তিতেই নির্ধারিত হবে মনোরেলের রুট, স্টেশন, দৈর্ঘ্য ও আনুষঙ্গিক অবকাঠামো।
প্রকল্পের প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। পুরো প্রকল্পের অর্থায়ন এবং বাস্তবায়ন করবে ওরাসকম গ্রুপ এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চসিক মেয়র ডা. শাহাদাৎ হোসেন বলেন, চট্টগ্রামের যানজট এখন নগরবাসীর জন্য বড় দুর্ভোগ। এই মনোরেল চালু হলে নগরীর পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। সরকারের সহযোগিতায় আমরা এই প্রকল্প সফল করতে বদ্ধপরিকর।
পূর্বকোণ/এএইচ