চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আগুনে পুড়ে নিঃস্ব আনোয়ারায় ১৯ পরিবার, শিশুসহ অগ্নিদগ্ধ ৫

আনোয়ারা সংবাদদাতা

৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে আগুনে পুড়ে গেছে ১৯ পরিবারের বসতবাড়ি। এতে দুই পরিবারের দুই শিশুসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

রবিবার (৪ ফেব্রয়ারি) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের করিম মাঝির বাড়ি প্রকাশ বড় হুজুরের পুরান বাড়িতে এ ঘটনা ঘটে।

 

অগ্নিদগ্ধরা হলেন, মো.জামাল (৪০), তার ভাই হেলাল (৩৫), জামালের মেয়ে নিহা (১৫), মেয়ে তানিয়া (৫) ও ছেলে হাসান (১০)। তাদের পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জীবন রক্ষা পেয়েছে এটাই অনেক কিছু। মুহূর্তের মধ্যেই বাড়ির সব পুড়ে শেষ হয়ে গেল। প্রতিদিনের মতো জামাল তার ঘরে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে দুইটার সময় বিদ্যুৎ থেকে আকস্মিক আগুন ধরে গেলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। মুহূর্তে একে একে পুড়ে যায় ১৯টি ঘর। ওইসময় পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন।

 

স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ ইসহাক বলেন, জামালের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে ১৮টি ঘর পুড়ে যায়। আগুনে অন্তত ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে একটি ঘরে নগদ ৯০ হাজার টাকাও ছিল।

 

আগুনে ১৯ পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে তারা হলেন- মো.জামাল, মো. হেলাল, আজগর, জাহানারা বিবি, আব্দুস সাত্তার, আবুল কালাম, মনিয়া, নুরুল হক, মৃত আব্দুল হকের পরিবার, মামুন, আনিস, জসিম, কাইয়ুম, মৃত তালেব আলীর পরিবার, আবুল কালাম, ইউচুপ ও জোহরা।

 

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মংসং মারমা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট