চট্টগ্রাম সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সর্বশেষ:

ইসরায়েলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: নেতানিয়াহুর দপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২৫ | ৪:৩১ অপরাহ্ণ

ইরান শুক্রবারের পর থেকে ইসরায়েলের দিকে ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান শত শত ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বুধবার এসব তথ্য জানিয়েছে। খবর সিএনএনের

নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০০ জনের বেশি।

ইরানের হামলার জেরে ৩ হাজার ৮০০ জনের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর।

ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট