চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

জাতীয় বাজেট ঘোষণা আজ
ফাইল ছবি

জাতীয় বাজেট ঘোষণা আজ

অনলাইন ডেক্স

২ জুন, ২০২৫ | ১০:৫৫ পূর্বাহ্ণ

২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ সোমবার বিকাল ৪টার পরিবর্তে ৩টায় বাজেট উপস্থাপন করবেন বলে অর্থ মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে জানিয়েছে।

 

জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় স¤প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। সবশেষ সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার।

 

সে বছরের ৯ জুন তখনকার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। -বিডিনিউজ।

 

তবে অতীতের রেওয়াজ মেনে বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে এসে বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট