চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

বাজেটে ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
ফাইল ছবি

পরিচালন ও উন্নয়ন খাতে ২৩২ কোটি টাকার বাজেট অনুমোদন

অনলাইন ডেস্ক

২৭ মে, ২০২৫ | ১০:২৩ অপরাহ্ণ

আগামী ২০২৫-২০২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৩২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন। অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনের ৩৬তম বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

 

মঙ্গলবার (২৭ মে) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সভাপতিত্ব করেন।

 

সংসদ সচিবালয় জানায়, বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ও উন্নয়ন খাতে ১৫৪ কোটি ৪ লাখ ৫ হাজার টাকা, আগামী ২০২৫-২০২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৩২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২০২৬-২০২৭ অর্থবছরে ২৪৩ কোটি ৬০ লাখ টাকা এবং ২০২৭-২০২৮ অর্থবছরে ২৫৫ কোটি ৭৮ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

 

বৈঠকের শুরুতে বিগত ৩৫তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী অবহিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়। এছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট