চট্টগ্রাম শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

সোনালী ব্যাংকের চেয়ারম্যান হলেন চট্টগ্রামের সন্তান মুসলিম চৌধুরী

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২৪ | ৪:৫৬ অপরাহ্ণ

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান হলেন সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেয় সরকার। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসলিম চৌধুরীর নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। মোহাম্মদ মুসলিম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিলেকশনে সরকারের গঠিত সার্চ কমিটির আহবায়ক ছিলেন।
মোহাম্মদ মুসলিম চৌধুরী রাউজানের কদলপুর ইউনিয়নের ফতেহ আলী চৌধুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম নুরুল আলম চৌধুরী ও মরহুমা খালেদা বেগমের জ্যেষ্ঠপুত্র। তিনি চট্টগ্রামের জনহিতৈষী প্রখ্যাত জমিদার মরহুম সুলতান আহমদ চৌধুরীর নাতি। মুসলিম চৌধুরীর ছোট দুই সহোদরের মধ্যে মু. মোহসিন চৌধুরী বাংলাদেশ সরকারের সচিব ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োজিত আছেন। অপর সহোদর মোজাহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট