চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

চট্টগ্রামে তিনদিনব্যাপী পর্যটন মেলা বৃহস্পতিবার থেকে

চট্টগ্রামে তিন দিনব্যাপী পর্যটন মেলা বৃহস্পতিবার থেকে

বিজ্ঞপ্তি

১৪ মে, ২০২৫ | ২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা চিটাগং ট্রাভেল মার্ট-২০২৫। বৃহস্পতিবার (১৫ মে) সকালে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

 

এবারের পর্যটম মেলায় ২৭টি প্রতিষ্ঠান, ৩৪টি স্টলে তাদের পন্য ও সেবার প্রদর্শন করবে। মেলা চলাকালীন ভিজিটরদের হ্রাসকৃত মূল্যে এয়ারটিকিট, ট্যুর প্যাকেজ, মেডিক্যাল প্যাকেজ, হোটেল রুম ও অন্যান্য পর্যটন সেবা অফার করবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

 

মেলাটি আগামী ১৭ মে পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগ্রহী ভিজিটরদের জন্য উন্মুক্ত থাকবে। চট্টগ্রাম আন্তর্জাতিক মেলার পনেরতম আসরটির আয়োজন করছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর এবং পার্টনার হিসেবে সহযোগিতা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।

 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট