চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তৌহিদুল ইসলাম মামুন নামে এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রানীরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।
তৌহিদুল ইসলাম মামুন (৩৪) রাঙ্গুনিয়ার বগাবিল এলাকার মো. আইয়ুব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টায় রানীরহাট বাজার কেবিএস কনভেনশন হলের সামনে থেকে মো. তৌহিদুল ইসলাম মামুনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ