চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

রিকশা থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় ট্রাকচাপায় হুমাইরা জান্নাত নিশিথা (৮) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বায়েজিদ থানার বটতল এলাকায় এই ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন।

 

নিহত হুমাইরা জান্নাত একই থানার মাইজপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে।

 

পুলিশ জানায়, বায়েজিদের ট্যানরি বটতল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি রাসায়নিকবাহী ট্রাক ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা নিশিথা ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

উপ-পরিদর্শক আবুল হোসেন বলেন, এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট