চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ছুরিকাঘাতে তরুণ খুন

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৪ | ১২:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেডে ছুরিকাঘাত করে এক তরুণকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে ইপিজেড থানাধীণ আকমল আলী পকেটগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়- এ ঘটনা আরও একজন আহত হয়েছে।

নিহত মেহেদী হাসান (১৯) ভোলার লালমোহন থানার গোবিন্দবাজার এলাকার বাসিন্দা। আহত আরেক তরুণের নাম মো. রিফাত (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা।

তিনি বলেন, প্রাথমিক তথ্যে আমরা জানতে পেরেছি, সাদিক ও রমজান নামে দুজন পোশাক কর্মীর মধ্যে কারখানার অভ্যন্তরের ঘটনা নিয়ে ঝগড়া হয়। একই কারখানার কর্মী রিফাত তাদের মধ্যে মীমাংসার চেষ্টা করছিলেন। কিন্তু রিফাত রমজানের পক্ষ নিয়েছে বলে সন্দেহ হয় সাদিকের।

এ জন্য সাদিক ইপিজেড এলাকার তার কিছু বন্ধুবান্ধবকে ঠিক করে রিফাতকে মারধর জন্য। কারখানা ছুটির পর সাদিকরা রিফাতের ওপর হামলা করে। সেখানে সম্পূর্ণ নিরীহ মেহেদীও ছুরিকাঘাতের শিকার হন।

রিফাত ও মেহেদীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, রাত ১০টার দিকে ইপিজেড থানার আকমল আলী পকেটগেট এলাকা থেকে ছুরিকাঘাতে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এদের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজন হাসপাতালে ভর্তি আছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট