চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার, মো. আনিছুর রহমান ও রানা দেব।
আনিছুর রহমান জানান, কাপ্তাই রাস্তার মাথা এলাকার কামাল বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় মেসার্স আলহা ট্রেডিংকে ১৫ হাজার, ফয়সাল স্টোরকে ৩ হাজার, মেসার্স মোহসীন আউলিয়া বাণিজ্যালয়কে ৮ হাজার ও জসিম এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ