চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বহদ্দারহাটে দা-ছুরি নিয়ে মৌসুমী কসাইয়ের ভিড়

রাজীব রাহুল

২৮ জুন, ২০২৩ | ৬:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে রাস্তার দুপাশে পশু কোরবানির জন্য কসাই হিসেবে ভাড়ায় যেতে দা-ছুরি নিয়ে ভিড় করছে প্রায় শতাধিক মানুষ। আশের পাশের লোকজনকে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখান থেকে কসাই ভাড়া করতে দেখা গেছে।

বুধবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে বহদ্দারহাট মোড়ে পুলিশ বক্সের বিপরীতে রাস্তার পাশে এমন দৃশ্য দেখা যায়। এ সময় কসাই ভাড়া করতে আসা চান্দগাঁও আবাসিকের বাসিন্দা লোকমান নামের এক ব্যবসায়ী জানান, কী বলবো ভাই , সবকিছু দাম বেড়ে গেছে। সেই উছিলায় এবার কসাইয়ের দামও মাথা পিছু গতবারের ছেয়ে পাঁচ থেকে সাতশ টাকা বেশি দাবী করছে। এর মধ্যে আবার মৌসুমী কসাইয়ের সংখ্যা বেশি। দেখে গেছে তিনজনের দলের মধ্যে একজন কাজ জানে আর দুজন নতুন।

কসাই হিসেবে কাজ পাওয়ার অপেক্ষারত মো. শফিক নামের এক যুবকের সাথে কথা হয়। তিনি বলেন, আমি মুলত রিকশা চালাই, কোরবানির দিন সন্ধ্যার আগ পর্যন্ত রাস্তা ঘাট ফাঁকা থাকে। কোন যাত্রী পাওয়া যায়না । তাই আমি আমার এক বন্ধুর সাথে এই কাজে এসেছি। সে ফিরিঙ্গিবাজারে মাছ কাটে কিন্তু কয়েক বছর ধরে কোরবান এলে কসাইয়ের কাজ করে। শুধু কী বন্ধুর কথায় কসাই হিসেবে কাজ করতে এসেছেন । আমার ঘরে পশু কোরবানী করবে কে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন করোনার বছর থেকে আর্থিকভাবে কষ্টে আছি , ভাবলাম কসাই হিসেবে কাজ করলে টাকার পাশাপাশি কিছু মাংসও পাওয়া যাবে যাতে করে পরিবার নিয়ে ঈদটা আনন্দে কাটবে।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট