চট্টগ্রাম শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

বায়েজিদে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

২৫ জুন, ২০২৩ | ৬:৪৫ অপরাহ্ণ

নগরীর বায়েজিদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ট্রেনের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। রবিবার (২৫ জুন) বিকালে বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান। 

তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ট্রেনের সাথে অজ্ঞাত এক শিশু ও এক নারীর ধাক্কা লাগলে তাদের পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  তবে তাদের পরিচয় জানা যায়নি। লাশ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট