চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

পটিয়ায় জেলা প্রসাশনের কর্মচারীর মোটর সাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৫ | ৬:৩২ অপরাহ্ণ

পটিয়া উপজেলার আমজুর হাট এলাকা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মচারী মো. শহীদুল আলমের ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর পৌনে পাঁচটার সময় বড়লিয়া ইউনিয়নের পূর্ব পেরলার এনজিও কোডেক অফিসের পাশে সায়েরা ম্যানশন থেকে এই চুরির ঘটনা ঘটে। 

 

মো. শহীদুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অফিসে প্রসেস সার্ভার হিসেবে নিয়েজিত আছেন।আজ শুক্রবার পটিয়া থানায় তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

 

শহীদুল আলম বলেন, শুক্রবার ভোরে বাসার উঠোন থেকে আমার ব্যক্তিগত কালো ও নীল রঙের পালসার (চট্টমেট্রো ল ১৫-৫৭৮৯) মোটর সাইকেলটি অজ্ঞাতনামা চোরের দল নিয়ে যায়। চুরি হওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে তা নিশ্চিত হই। এই বিষয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করছি পুলিশ চোর চক্রের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিবেন।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট