চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে ১৫০ লিটার মদসহ বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

১৭ নভেম্বর, ২০২৪ | ৩:০৫ অপরাহ্ণ

বোয়ালখালীতে ১৫০ লিটার মদসহ মিঠুন সর্দার(৩৭) নামের এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিঠুন পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের গরৈলা টেক সদ্দার পাড়ার পুলিন সর্দারের ছেলে।

শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সদ্দার পাড়ায় অভিযান চালায় পুলিশ।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক ফররুখ আহমদ মিনহাজ বলেন, উত্তর সর্দার পাড়ায় একটি চায়ের দোকানের পিছনে পুকুর পাড়ে মিঠুন সর্দার মদ বিক্রি করছিলো। অভিযানে মিঠুন আটক এবং তার হেফাজত থেকে জব্দ করা হয়েছে প্লাস্টিকের বস্তা ভর্তি ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট