চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

নাজিরহাট সংবাদদাতা

১৯ অক্টোবর, ২০২৪ | ১১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিষপানে মো. মানিক (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

 

নিহত মানিক ধর্মপুর ইউনিয়নের অলি মোহাম্মদ বাড়ির মৃত আহম্মদ কবিরের ছেলে।

 

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সোহাগ শিকদার। তিনি জানান, বিকেলে বিষপান করে বাড়ির সামনে পড়েছিলেন মানিক। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্ত্যবরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। চমেকে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট