চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় দুর্ঘটনায় বাইকচালক নিহত

লোহাগাড়া সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন (বাবু) (১৮) নামে এক বাইকচালক নিহত হয়েছেন।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার আরকান সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত আমজাদ হোসেন (বাবু) আধুনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হরিনা চৌধুরী পাড়ার কালো মিকারের পঞ্চম ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই হেলাল উদ্দীন। তিনি জানান, বিকেলে পদুয়া যাওয়ার পথে একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাবু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে যাওযার পথে তার ভাই মৃত্যুবরণ করে বলে তিনি উল্লেখ করেন।

 

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান অবগত নয় বলে জানান।

 

পূর্বকোণ/মনির/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট