চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

নামাজে সিজদারত অবস্থায় মুতাওয়াল্লির মৃত্যু

টেকনাফ সংবাদদাতা

২০ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:২৪ অপরাহ্ণ

নামাজে সিজদারত অবস্থায় কক্সবাজারের টেকনাফে আলহাজ শামশুদ্দীন (৮০) নামে এক মুসল্লি ইন্তেকাল করেছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) আসরের নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করে তিনি।

 

মৃত শামশুদ্দীন টেকনাফ মারকাজ মসজিদের দীর্ঘ দিনের মুতাওয়াল্লি (সেক্রেটারি) ছিলেন।

 

আসরের নামাজের পর শামশুদ্দীনের ছোট ছেলে ফায়সালের আকদ-নিকাহের প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন। ঘরে বিবাহের সামিয়ানা টাঙ্গিয়ে আনন্দের পরিবেশ ছিল। কিন্তু ছেলের বিবাহের দিন বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদে এশা জানাজার নামাজের পর দাফন করা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট