চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফের গহীন পাহাড়ে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে নিখোঁজ মো. রফিক (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. রফিক সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কেরুনতলীর নুরুল ইসলামের ছেলে।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে দমদমিয়া কেয়ারীঘাট এলাকার পাহাড়ের ভেতর থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।

 

ভিকটিমের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, মো. রফিক পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবার তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে। আজ সকাল ১০ টার দিকে দমদমিয়া কেয়ারীঘাট এলাকার গহীন পাহাড়ের ভেতরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট