চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম জেলার ৬ থানা পেল নতুন ওসি

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলার ৬টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, জেলার ১৭ থানার সব কটি থানার ওসিকে বদলি করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যমতে, জেলা পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শাখার পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদকে ফটিকছড়ি থানার ওসি, জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ মো. নজরুল ইসলামকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. কামরুজ্জামানকে রাঙ্গুনিয়া থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নুরকে পটিয়া থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সাইফুল ইসলামকে বাঁশখালী থানার ওসি এবং চট্টগ্রাম রেঞ্জের পরিদর্শক শেখ মাহাবুবুর রহমানকে সন্দ্বীপ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট