চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল কাপ্তাই বিএফআইডিসি কর্মচারীর

কাপ্তাই সংবাদদাতা

১০ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৪২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলপিসি শাখার কর্মচারী মো. আল-আমিন (৩৫) কাভার্ডভ্যান চাপায় নিহত হয়েছেন। নিহত আল আমিন কাপ্তাই উপজেলার তালপট্টি এলাকার বাসিন্দা। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আল আমিন ট্রাকে করে কাপ্তাই বিএফআইডিসির মালামাল নিয়ে ঢাকায় ডেলিভারি দিতে গিয়েছিল। মালামাল পৌঁছে দেওয়ার পর গতকাল সোমবার রাতে তারা ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে ট্রাক নিয়ে ফিরছিল। আজ (মঙ্গলবার) ভোর ৫টায় ট্রাকটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওই সময় কর্মচারী আল-আমিন ট্রাকের মেরামতের কাজ শুরু করে। হঠাৎ পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান আল-আমিনকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আল আমিনের মৃত্যুর পর তার ৭ বছরের ছেলে মো. হাসান জানায়, বাবা আমার জন্য খেল না ও বন্দুক নিয়ে আসবে, আমায় বলেছে। 

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার ব্যবস্থাপক তীর্থ জিৎ রায় বলেন, ইতিমধ্যে নিহত কর্মচারী আল-আমিনের লাশ আনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় প্রতিষ্ঠান থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট